কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রেনের যাত্রীর

Passenger Voice    |    ০৪:৫০ পিএম, ২০২৪-০৪-১৫


কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রেনের যাত্রীর

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন এলাকায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেলিম (৩৮) নামে আরেক ট্রেনের যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সেলিম নীলফামারীর সৈয়দপুর উপজেলার সদরের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোক্তার হোসেন বলেন, সেলিম তার পরিবারের সদস্যদের নিয়ে রাজশাহীতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সকালে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি পাঁচবিবি স্টেশনের বিরতি দেয়। এ সময় ট্রেন থেকে নেমে সেলিম স্টেশনের অপরপাশে যান। এ সময় ওই স্টেশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্রসিং ছিল। কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে প্রবেশের সময় হর্ন দিলে সেলিম মনে করে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়েছে। এরপর তিনি দৌড়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। তখন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।